কেমন আছিস?

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মন খারাপের একলা বিকেল
পিছন ফিরে দেখে বার বার,
বুঝি, ঐ ডেকে উঠলো-
কিরে, কেমন আছিস?
ডাকেনি কেউ; আজও
তবু রোজ এসে বসি,
ঐ বাঁধানো ঘাটে, স্মৃতির ঝাঁপি নিয়ে ।
বিভোর হয়ে থাকি রঙিন স্বপ্নের ভরে,
একটা নির্মল নিস্তব্ধতা, সঙ্গদেয় গায়ে পড়ে;
পাড়ের চিবুকে চুমু খেয়ে যায় জলতরঙ্গ ।
ঘরে ফেরা পাখিদের কলরব আর,
শুকনো ঝরা পাতার খসখসে আওয়াজে,
আমার মৌনতা ভাঙে;
ব্যস্ত জীবন মুচকি হেসে পাশ কাটে,
খিল্লে হয়েছি আপন-পর সকলের কাছে ।
ঘড়ির ছোটোবড় কাঁটারা পাল্লা দিয়ে
এগিয়ে চলে, রাত বাড়ে;
তবু বসে থাকি আদি বটতলার
ভাঙা শিবলিঙ্গের ন্যায়;
শুধু ঐ ডাকের অপেক্ষায়-
কিরে, কেমন আছিস?

0

Publication author

offline 2 years

সুজিত

1
"Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility." - William Wordsworth
Comments: 10Publics: 42Registration: 14-08-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।