কোরোনার শিক্ষা
অবশেষে নাকি কোরোনা জীবাণু স্বর্গে দিয়েছে হানা
অমরাবতীর সভায় এখন নাচ গান সব মানা।
কোরোনা জীবাণু সংক্রমণে পুণ্য আত্মা মৃত,
চিত্রগুপ্ত কথনে তিনি স্বর্গেতে উপনীত।
অতএব যা হবার হয়েছে–কোরোনা গিয়েছে সাথে,
শমন দেবের বোকামির ফল ফলে গেছে হাতেনাতে।
রম্ভা মেনকা আর সুন্দরী রূপসী উর্বশী,
এতদিন পরে ছুটি পেয়ে তাঁরা মনে মনে খুবই খুশী।
নাচা গানা ছাড়া ইন্দ্র প্রাসাদে সব ধরণেরই কাজে,
ব্যস্ত থাকতে হতই তাঁদের সকাল দুপুর সাঁঝে।
কোরোনার ভয়ে এখন সবার নিষেধ প্রাসাদে প্রবেশ,
শচীদেবী হায় তাঁর খাটুনির নেই বুঝি কোন শেষ।
দেবরাজ সাথে প্রায়শই তাঁর চলছেই খিটিমিটি,
শান্তি বজায় রাখতে বাসবও করছেন খাটাখাটি।
তবে বসে থেকে থেকে অপ্সরাদের মেদ যে বর্ধমান,
দেবতা সকলে চিন্তান্বিত–সবারই হৃদয় ম্লান।
এদিকে নারদ বিণা যন্ত্রটি ভাল করে ঝেড়ে ঝুড়ে,
তুলে রেখেছেন তাকের ওপরে তাঁর দোতলার ঘরে।
বাড়ির বাইরে ঢেঁকিটিকে তিনি রেখে দিয়ে চুপিচুপি,
মুখোশ লাগিয়ে আছেন ভিতরে মাথায় বাঁদর টুপি।
বৈকুণ্ঠেতে দেব নারায়ণ একটু হলেও খুশী,
বহুদিন বাদে দেবী লক্ষ্মীর মুখে অমলিন হাসি।
মর্ত্যবাসীর ডাকের চোটেতে কান সদা টনটন,
তারপরে ঐ যখন তখন “নারায়ণ,নারায়ণ।”
একান্তে কোন গল্পগুজবে বারেবারে যত বাধা,
কোরোনা করেছে করুণা তাঁদের–সাদা মনে নেই কাদা।
শিব পার্বতী কৈলাসে বসে–ছেলেমেয়ে চুপচাপ,
নন্দী ভৃঙ্গী আসছে না কাজে–দুর্গা মায়ের চাপ।
দুটো হাত দিয়ে কখনো কি করা যায় কাজ অতশত,
দশ হাত যদি লাগান কাজেতে–সাবান কোথায় অত !
ছেলেমেয়েগুলো পাজী নচ্ছার–নিস্কর্মার ঢেঁকি,
মায়ের কষ্ট দেখেও তারা হয় না এট্টু দুখী !
বাবা ভোলানাথ ধ্যানেই মগন–দিনরাত এক তাঁর,
মহিষাসুরের কথাই দেবীর মনে ঘোরে বারবার।
বাঁচলে আজকে এই বিপদে সে থাকতো দেবীর পাশে,
কোরোনার হেতু অশান্তি শেষে আজ কিনা কৈলাসে !
স্বর্গের যত রথ চলাচল হয়ে গেছে নিস্তব্ধ,
সুদর্শনও নিষ্ক্রিয় আজ–কোরোনার ঘায়ে জব্দ।
মর্ত্য থেকে প্রসাদ আসাও এক্কেবারেই বন্ধ,
দেবতারা আজ একে অন্যের উপরে করেন সন্দ।
সাবান, মুখোশ তৈরীর ভার বিশ্বকর্মা হাতে,
চিন্তায় তাঁর ঘুম ছুটে গেছে দুপুরে কিংবা রাতে।
একটা মুখোশে ধরাতেই হবে–ব্রহ্মা চতুরানন,
হরেক বাহন হরেক আকার–কাজটা শক্ত ভীষণ।
কৃষ্ণের থেকে গোপিনীরা সব আজ যে অনেক দুরে,
বাঁশিটি বাজান বিষণ্ণ মনে কিন্তু কেমন বেসুরে।
সবকিছু মিলে স্বর্গের হাওয়া বেশ ঘোরতর বুঝি,
শমন দেব আর চিত্রগুপ্ত–দায়ী তাঁরা সোজাসুজি।
এদিকে যে দুই কবিরাজ ভাই টিকা তৈরীর তরে,
নাওয়া খাওয়া ছেড়ে সকাল সন্ধ্যা দিয়েছেন এককরে,
তাঁরাও যে দেখি হাল ছেড়ে দিয়ে বিষ্ণু শরণাপন্ন,
হে প্রভু–কিছু করুন এখনি করোনা তাড়ন জন্য।
হাসেন বিষ্ণু–অশ্বিনী ভাই আমার ত’ নেই শক্তি,
করোনার থেকে কেমন দেবো তোমাদের আজ মুক্তি।
তার থেকে যাই সকলে এখনি দেবাদিদেবের কাছে,
অমৃত সেই মন্থন কথা নিশ্চয় মনে আছে।
ত্রিভুবন যবে গরল বাষ্পে ধূমময় চৌদিক,
কণ্ঠে সে বিষ করেন ধারণ–শিব তাই সৌভিক।
নীলকণ্ঠ জগতের পিতা–তিনিই পরিত্রাতা,
ঘরনীটি তাঁর জগৎজননী–মোদের শক্তিমাতা।
চল এবে যত দেবদেবীগণ কৈলাস পর্বতে,
শিবশম্ভুর স্তবগান গাও ধ্যানগম্ভীর প্রাতে।
তিনিই মোদের সহায় আজিকে কোরোনার দুর্দিনে,
যার উদ্ভব হয়েছে মর্ত্যে–মাংশাসী দেশ চিনে।
স্তবস্তুতি শুরু অনিন্দ্য সুরে আহা কি মধুর প্রভাত,
নীলমাধবের রূপে নারায়ণ প্রভু শ্রীজগন্নাথ।
জগৎপিতার ধ্যানভঙ্গেতে জগৎপতির স্তব,
এমন সময় কানে ভেসে আসে কোকিলের কুহু রব।
আঁখি দুটি মোর হয় অচ্ছদ–চৌদিকে রবিকর,
তবে কি ছিলেম স্বপনের মাঝে–কাটে মোর ঘুমঘোর।
প্রণতি জানাই জগৎপিতাকে–নীলকণ্ঠের চরণে,
তিনিই মোদের রক্ষাকর্তা–কোরোনা গরল পানে।
সঙ্গে জননী শক্তিরূপিণী মহামায়া মাতা শিবাণী,
তাঁর বরাভয়ে কোরোনার থেকে মুক্ত হবেই ধরণী ।
ভোরের স্বপন সত্যই হয়–মোর স্থির বিশ্বাস,
জীবাণু বিহীন বিশ্বে মানুষ অচিরেই নেবে শ্বাস।
পরিশেষে মোর একটিই কথা আজ সবাকার প্রতি,
হয়েছিনু মোরা গর্বোদ্ধত–তারই এই পরিণতি।
সবার ঊর্ধ্বে তিনিই সত্য–তিনি বিনা কেহ নাই,
প্রমাণিত আজি নিয়তি সমখে মোদের তুচ্ছতাই।
ত্যজ হে দম্ভ–তুলে ধর সবে হৃদয়ের দর্পণ,
হানাহানি আর ভেদাভেদ নয়–অন্তর অর্পণ।
সার্বভৌম শক্তির সনে কর এবে ক্ষমা ভিক্ষা,
ভোরের স্বপন দিয়ে গেল মোরে সেই অনুপম শিক্ষা।
————————————————————