ক্রন্দিত তৃষা
আমি ছোট্ট এক প্রাণ,
তবুও পাণ্ডুর বোঝা কালশিটে কাঁধে
চাইলেও বুঝি বা নেই তার অবসান!
অথচ ভাবি নি কভু দিগ্বিজয়ী হবো
কোহিনূরে পুষে আশা,
দিয়েছি সম্ভ্রান্ত স্বপ্ন কুঁড়েঘরে সঁপি
চড়াই একদিন চালে বাঁধবে ভেবে অতি সুখে বাসা।
আমি নার্সিসাস নই তুমি মানতে
জানতে নই তার আত্ম-অহংকারী জ্যোতি,
ক্ষণিক হীরার ক্রোধে না পুড়েই তবু
নিজেকেই বাঁধলে আড়ে জানি না কে দিলো
একান্তে একোর মতি।
গড়লে যদি এ নিশা,
দেখবে না সে’ বন্দে কেন ঘুরে এক
ঋক্ষের ক্রন্দিত তৃষা!
Subscribe
Login
0 Comments
Oldest