খরগোশ পরিবার
আমরা মস্ত এক খরগোশ পরিবার
গর্তের ওপরেই মাঠ আছে চড়িবার
সেই খানে কচি ঘাস আর সাদা ফু্ল
সে সব চিবিয়ে খেতে হয় না তো ভুল
খোলা মাঠে না গিয়ে কী আছ উপায়?
তবে হিংস্র কিছু পাখী খুব ঠোকরায়
আমাদের নাক পায় শিকারীর গন্ধ
চার দিক দেখে নিই মনে এলে সন্দ
তা সত্বেও শেয়াল বা চালু বাজ নিষ্ঠুর
তাড়া করে নিয়ে যায় অনেকটা দূর
কখনো আমরা জিতি কখনো শিকারী
মরি খরগোশ, তবু বেরনো দরকারী
বিপদের ঘ্রাণ পেলে ঢুকে যাই গর্তে
ঠাকুমা বলেন, কেন মাঠে যাস মরতে?
বোঝেই না সারা দিন গর্ত অসহনীয়
তোমরা আমাদের হয়ে তাঁহাকে বুঝিও!
Subscribe
Login
0 Comments
Oldest