খুকির গান
ঝাউ শাখে এক গাইছে শুনে
মিচকে কোকিল গান,
বাঁশ বাগানে আটকে গেছে
একাদশীর চান।
গোমড়া মুখে শালিক ভাবে
দিন তো হলো শেষ,
নইলে কি ওই মেঘের বেটি
বাঁধতো বসে কেশ!
কাক ডেকে কয় ও’ লো সখী
চললে এমন ক্ষণ,
ক্যামনে রে বল আস্ত রবে
দোয়েল শ্যামার মন!
রাগ করে ঢের জানায় কোকিল
করবি নে আর ফোঁস,
গান আড়ে গায় দুষ্টু খুকি
আমায় ছুঁড়িস দোষ!
Subscribe
Login
2 Comments
Oldest