খোলা সাজি, আমার হাতে
আমায় তুমি বললে না’যে
কি করে প্রেম জেগে থাকে?
আমায় তুমি কোনদিনও,
জানলে না’তো নিজের থেকে।
তোমায় আমি সত্যি করে,
মন দিয়েছি, প্রথম ডাকে,
তোমায় আমি, কত করে,
বেসেছি ভালো,বারে, বারে।
কি করে যে দিন কেটে যায়,
শরৎ, গ্রীষ্ম, শীত, বসন্তে,
তোমায় ভেবে ঘুম চলে যায়,
দুচোখ জাগে, তোমার জন্যে।
ঘরের কোনে, জোনাক জ্বলে,
আমার সাথে, রাতটা জাগে।
সারাটা দিন কেমন কাটে,
গল্প বলি, তোমার সাথে।
রাত্রি কত সাক্ষী থাকে,
মাধবীলতার গন্ধ নিয়ে,
জানতে তখন ইচ্ছে করে?
আমাকে কি আর, মনে পড়ে?
বইয়ের, প্রথম পাতাটা পড়ি,
তোমার কথা, মনে রেখে।
শেষের পাতা, মুড়ে রাখি,
মনে রেখে, জাগব ভোরে।
তোমায় দেখি, দূরের থেকে,
দূরবীণে নয়, জানলা দিয়ে,
একই আছো, যেমন আগে,
চোখটা শুধু, উল্টো দিকে।
এখন তোমার, ব্যস্ত সময়,
দশটা, পাঁচটা অফিস করে,
এখন আমার, অনেক সময়,
দিন কেটে যায়, কবিতা পড়ে।
মনে পড়ে, কবিতার বই,
তুমিই, প্রথম হাতে দিলে,
বনলতার ছবি আঁকি,
সবুজ দ্বীপে, একলা বসে।
হয়তো, তোমার ক্লান্ত চোখে,
দিইনি শান্তি, তেমন করে,
একলা পথিক পায়ে, পায়ে,
পেয়েছো শান্তি, অন্য চোখে।
সেটাই থাকুক, সত্যি হয়ে,
আমার জীবন মিথ্যে হয়ে,
মন খারাপ হয় বিকেল হলে,
থাকতে যদি, আমার সাথে।
হাওয়ায়, হাওয়ায় ভাসিয়ে দিয়ে,
মুক্ত হলাম বাঁধন থেকে,
যেদিন, তুমি হঠাৎ বললে,
তোমার মন, অন্য দিকে।
অন্য কোথাও গোলাপ ফোঁটে,
অন্য কোথাও, নিজের হাতে,
ছুঁয়েছো ফুল, ভালোবেসে,
খোলা সাজি, আমার হাতে।
তোমায় যতই মনে, মনে,
হারাতে চাই, শেষের পাতায়,
তবুও পাতা ভরে ওঠে,
দু’চোখ ঝরে, ভরা খাতায়।