গল্পের কবিতা।
কবিতা আর লিখছি না ত’ আজ
গল্প লেখায় পাকাচ্ছি ভাই হাত,
গল্প লেখা সত্যি দুরূহ কাজ
খাতায় কলম ঘসছিই দিনরাত।
চরিত্রগুলো হয়না মোটেই মূর্ত
আসেনা কিছুই আমার মনের পটে,
মনে হয় সব বেজায় রকম ধূর্ত
পালায় বুঝি তেপান্তরের মাঠে।
সন্ধ্যা নামে আঁধার এল ঘনিয়ে
কোথায় এখন তাদের আমি খুঁজি !
মনের মাঝে ছন্দের জাল বানিয়ে
তার চেয়ে ভাই পদ্য লিখতে রাজি।
হঠাৎ দেখি একের পরে এক
দাঁড়ায় সবে মুখে অমল হাসি,
বলে ওরে মোদের পানে দ্যাখ্
গল্প লিখতে কিসের গড়িমসি।
অবশেষে তাদের হাতে হাত
মিলায়ে আমি বসলেম একসাথে,
লিখছি গল্প রাতের পরে রাত
ভাবি আমি এলেম কোথা হতে !
কোথা হতে পেলেম এত কল্পনা
পেলেম এত নবীন চিন্তাধারা !
কেমন করে আঁকছি আমি আল্পনা
কাগজ কলম যেন পাগল পারা !
আমি আর নই গো নিছক কবি
এখন আমি গল্পকারও বটে,
আঁকতে পারি মনের নানান ছবি
নিত্য নতুন চরিত্র সব জোটে।
তোমরা সবাই থাকলে আমার পাশে
আমার পথের হবেই নাকো ইতি
আমায় যদি নাও গো ভালবেসে
সেটিই হবে মোর পরম ঋতি।
———————————————
স্বপন চক্রবর্তী।
————————————————————-