গানের গীতিকার পরিচয়
সুখে থাকো ও আমার স্বপ্নের রানী মিম-
কেমন আছো গো আমার সঙ্গের সাথী,,(২)
কোন প্রসাদে আছো আমার স্বপ্নের রানী
কতটা সুখে আছো একবার ও জানালে না,
আকাশ ভরা স্বপনঝড়া আকুল করে বেদনা (২)
সুখে থাকো,,,,,,,,,,,,,,,,,,,,আমার সঙ্গের সাথী,
দুটি চোখে জল পড়া অশ্রু গুলো জড়জড়ে
সব কিছু আমার ভেঙ্গে দিলো তোমার পাষান মনটা
আমি যখন হাইস্কুলে পড়ি
সর্বপ্রথম তোমার সাথে প্রেম করি(২)
অনেক বছর কেটে তোমার -আমার সম্পর্কটা
হঠাৎ করে এমন হলো তা জানতে পারলাম না
সুখে থাকো,,,,,,,,,,,,,,,,,,,,, আমার সঙ্গের সাথী(২)ঐ
পাড়া প্রতিবেশি সবাই জানতো তোমার প্রেমের সম্পর্ক-
তোমার দু নয়নের রাজপুত্র হিসাবে ছিলাম শুধু আমি (২)
সহজ সরল মনটা আমার করছো ক্ষত বিক্ষত
সুখে থাকো,,,,, ,,,,,,, আমার সঙ্গের সাথী।৷ ঐ
অনেক মেয়ে আমাকে প্রেমের প্রস্তাব দিলো
শুধু তোমার জীবনী কথা ভেবে করি প্রত্যাখান
সুখে থাকো,,,,,, ,,,,,,,,,,,,,,,,আমার সঙ্গের সাথী(২) ঐ
কেউ আমার মনটা বুজবে না গো মিম
প্রতি রোজ তোমায় কথা ভেবে – হাজারো চোখের পানি পড়ে (২)
বন্ধবান্ধবীরা সকল কাজের মজা করে
আমি ও তাদরে মতো হাসিখুশি থাকি
আমার মনে ব্যথা কেউ কাছে করি না প্রকাশ (২)
সুখে থাকো,,,,,,,,,,,,,,,,,,,,,,, আমার সঙ্গের সাথী। ঐ
তোমার পড়ে কেউর করি নি প্রেম
তুমি স্বপ্নের রানি ও তুমি আমার প্রজাপ্রতি
তুমি মহান ও মনে মানুষ করবো না কখনো তিরস্কার (২)
সুখে থাকো ,,,,,,,,,,,,,,,,,,,,,,,, আমার সঙ্গের সাথী।(৩) ঐ