গুণ
গুণ
হাকিকুর রহমান
প্রজাপতি কহিল ডাকি, ওহে ভোমরা,
কত ঘুরে ফিরি রঙিন পাখায়,
তবুও বাউলের কাছে এত প্রিয় তোমরা?
তোমারে লয়ে তুলে সে কতনা সুর,
আমিতো অদেখাই রহিলাম-
যতই উড্ডীয়মান রহি বহুদূর।
ভোমরা কহিল কানে কানে,
মম গুঞ্জন উচকিত করে প্রাণে প্রাণে।
উপর্যুপরি, করিয়া আরোহিত মধু ভক্ষণ,
সকলেই প্রীত রহে চিত্তে ও নিরাময়তায় বিলক্ষণ।
Subscribe
Login
0 Comments
Oldest