গৃহলক্ষী
গৃহলক্ষী
হাকিকুর রহমান
কাঁদিয়া ফিরিছে গৃহলক্ষী
আজিকে দ্বারে দ্বারে,
এক মুঠো ক্ষুধার অন্ন
নিজের তরে খুঁজিবারে।
আশা-ভরসার কেউ নাই
এক্ষণে তাহার সাথে,
সকলই কবে যে হারায়ে গিয়াছে
কোন সে অচীন প্রাতে।
দারা-পরিবার একে একে
সকলেই গিয়াছে ছাড়িয়া,
ছিলো একখানা ভিটেবাড়ি
তাহাও নিয়াছে কাড়িয়া।
কি আর করিবে সে
উপায়ান্তর নাহি পায়,
এক মুঠো ক্ষুধার অন্ন জোগাতে
ঘুরে ফেরা সারা গাঁয়।
Subscribe
Login
0 Comments
Oldest