গ্রামের পথে
আঁকাবাঁকা গ্রামের মেঠো পথ দিয়ে
চলছে গোরুর গাড়ি সারি সারি
বর্ষার সময় জলে ভেজা ফুলের কুঁড়ি
ফুঁটছে ফুল রঙিন হয়ে ডালে ডালে।
গ্রামের মেঠো পথ ধরে
চলছি যখন একা আমি
ধানের খেতে দেখতে পেলাম
বন ময়ূরীর ছবি।
দীর্ঘদিনের গভীর আশা
থাকতো যদি একটা পরী
চেয়ে নিতাম একটা ইচ্ছা আমি
দীর্ঘদিনের বাঁচার আয়ু।
সবুজ ঘাসের ডগার পরে
এক বিন্দু শিশির থেকে
পেয়ে যেতাম আমি
সাত সমুদ্রের যত পানি।
থাকতো যদি বনের পাখি
বলতাম তাকে আমি
নিয়ে চলো দেখি
নীল আকাশের বাড়ি।
গ্রামের এক পাশে দিয়ে
বয়ে চলেছে একটা নদী
কাগজের নৌকা করে
পারি দিচ্ছি একা আমি।
আমার নীল চোখের মণি থেকে
দিয়েছি আলো দিনের কাছে
সূর্য্যের আলোর হাসি হয়ে
থাকবো আমি মনের কাছে।
গ্রামের বনে একটা গাছে
বাঁধবে বাসা কত পাখি
হঠাৎ একদিন ঝড় এসে
চুরমার করে দেবে সবই।।