ঘোড়াটা
বন্ধু কত দূরে তুমি যাবে?
পিছনে যে তোমার থাকল পড়ে
সাদা ঘোড়া একটা আস্তাবলে
কতদিন…….. তাকে কি আর মনে পড়ে?
যত দূরেই যাও, যতটা দূরে
ভাঙা জানলার আড়ালে নির্জনে
ঘোড়ার চোখে শুধু ভাসে
হয়ত তোমারই ছবি তার সাথে, সাথে।
ঠুং ঠাং আওয়াজ তুলে
পার করে দিয়েছে তোমাকে এতকাল।
বন্ধুর পথ ওঠা নামা করে,
মনে কি পড়ে বন্ধু খুরের আওয়াজ?
জানি তোমাকে যেতে হবে এভাবে
কেন’না গায়ে লাগে কঠিনের রৌদ্দুর!
মখমল সবুজ ঘাসের জন্যে
বৃষ্টির ছোঁয়া পেতে হবে তারপর,
তবু মনে রেখো ঘোড়াটাকে
দানাপানি পেয়ে কোনরকমে বেঁচে আছে।
সেও সবুজ ঘাসের দেশ পেরিয়ে এসেছে
ঠুং ঠাং আওয়াজ তোলে সে এখনও পা ফেলে, ফেলে।