চন্দনকে!
জঙ্গলে ঝোপঝাড়ে কেন ঘুরে বেড়াই জানিস ?
অনেক ঝোপঝাড় না হলে জঙ্গল হবে না,
জঙ্গল না হলে বড়ো মহীরুহ কোথায়,
জঙ্গলে মহীরুহ না হলে চন্দন গাছ নেই তো !
চন্দন বৃক্ষ না হলে চন্দনের প্রলেপ কই,
চন্দনের প্রলেপ না হলে, সেই সুবাস কোথায় পাবো,
তুই চন্দন না হলে, শান্তি কোথায় !
তুই চন্দন না হলে অঙ্গে কি মাখবো !
তুই অঙ্গে না এলে চন্দন মেখে লাভ কি ?
তুই একলা জঙ্গলে চন্দন হয়ে কি করিস !
আয় চন্দন, আমি চন্দনদস্যু না হলে
তোর একলা জঙ্গলে চন্দন হয়ে কি লাভ !
Subscribe
Login
0 Comments
Oldest