চন্দ্রমল্লিকার কলি
পথের ধুলাতে লুটায়ে পড়ে আছে
চন্দ্রমল্লিকার কলি,
ব্যথীত মনেতে কুড়ায়ে তাহারে
হৃদয়ের কথা বলি।
বনের পাখিরে অনুনয় করি
ধীরেতে গাওহে গান
দখিন হাওয়া তুমি ধীরে বহো
নন্দিত হউক প্রাণ।
কোথাযে কাঁদিছে কোন বিরহী
শুকায়না আঁখিজল
আঁধারে ঢাঁকিছে অবয়বখানি
বারি ঝরে ছলোছল।
প্রভাতেরো রবি উঠেনিকো আজি
মেঘেরা ঢাঁকিছে গগন
আশা-নিরাশার দোলাতে দুলিয়া
হুতাসে কাটিছে লগন।
Subscribe
Login
0 Comments
Oldest