চলতি পথে আলাদীন
কেন স্বপ্ন গুলো এত রঙ্গিন?
ফুল ঝড়ে আঁধারে;
কেন গনিকা-ই আজ সর্ব শক্তি?
নারীর দাম হাটে- বাজারে।
শিকার-শিকারির নতুন খেলা,
মেঘের উপর উড়ছে বাজ।
মধুমাখা এই যাতাকলে সব মরছে পিষে
বাজের ও আজ ব্যার্থ তাক।।
কেন জীবন, তোর নতুন নতুন নামাবেষ?
কেন রবিঠাকুর বলে মহাজীবন?
কেন শকুনি-রা ধরে ছদ্মবেশ?
কেউ বুঝতে গিয়ে হারিয়ে ফেলে
কেউ হারিয়ে ফেলে সব বোঝে
কত জটিল অঙ্ক কষা,
স্বপ্নগুলো আজ বানের জলে
এযেন ঠিক হাড় ছাড়া মাংস কষা।।
কবির কাছে রঙ্গিন জীবন,
কিন্তু বাস্তব সেটা নয়।
খালি পেটে চলেনা কলম,
সভ্য সমাজ কয়।।
Subscribe
Login
0 Comments
Oldest