প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অভিধান ঘাটি ঘাটি,
সাজাতে চেয়েছি জীবনটাকে-
করে পরিপাটি।

প্রতিজ্ঞাবদ্ধ হয়ে,
প্রতিকুলতার উর্ধ্বে রয়েছি-
অনাচার সয়ে সয়ে।

হৃদয় রহিল অসন্তুষ্টিতে ভরে,
যদিওবা করেছি উৎসর্গ সকল কর্মকান্ডকে-
সকল সুপ্রসন্নতার তরে।

ব্যথিত হয়েছি আজি,
তবুও করিনি সন্ধি অন্যায়ের সাথে-
রেখেছি জীবনকে বাজি।

এভাবেই কাটিল কাল,
ধারনাগুলি সবই মতিভ্রমতায় ভুগিল-
অদৃষ্ট হইল মহাকাল।

0

Publication author

1
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।