ছকবাজি
আমি বুঝে যাই কোথায় ফাঁদ,
আমি ধরে ফেলি এই
দেওয়া নেওয়া জ্যামিতি।।
আমি অবশেষে জেনে যাই,
জেনে সবচেয়ে বেশি দুঃখ পাই
কেবল কবিতার জন্য
খুব বেশি কেউ আমাকে ছুঁয়ে নেই।।
আমি দেখে ফেলি
এই বিপণন পৃথিবীতে মানুষে মানুষে গাঁথা কী ভীষণ গানিতিক অভিধান।।
আমি হেসে উঠি অট্টহাস এই ভেবে
চাইলেই আমি উলটে পালটে
দিতে পারি,
সব মিথ্যে সম্পর্কের
ছক, সূত্র, সমীকরণ
কি নিদারুণ সহজেই।।
Subscribe
Login
0 Comments
Oldest