ছবিতে ছবিতে দেখা
যত দিন বয়ে যায়
ব্যস্ত জীবন
মানে না তো কোনো বাধা ।
সেদিন যে আর আসবেনা ফিরে
আজ খুব লাগে একা
বন্ধু;
কবেকার সেই দেখা ।
আজও মনে পড়ে
স্কুলে হয়েছিল দেখা
মনে পড়ে কত কথা
আজ আর কারো সাথে হয় না যে দেখা
কতশত মুখ হৃদয়ে রয়েছে গাঁথা
বন্ধু ;
আজ শুধু ছবিতে ছবিতে দেখা ।
Subscribe
Login
0 Comments
Oldest