ছোটাছুটি
ছোটাছুটি
পঙ্কজ সূত্র ধর (কোচবিহার)
আকাশ বাতাস মিশে আছে
একই মায়ের কোলে ।
মেঘের ডাকে বৃষ্টি ছোটে
গাছ গাছালি দোলে।।
খোকা ভয়ে মুখটি লুকায়
মায়ের আঁচল তলে।
গরগরগর আওয়াজ শুনে,
হাতির দলকে খোঁজে।।
Subscribe
Login
0 Comments
Oldest