ছড়া- মিনুর ঘাড়ে ভূত
ছড়া- মিনুর ঘাড়ে ভূত
হাকিকুর রহমান
মিনুর ঘাড়ে লেগেছে ভূত
ডাকো সবাই মোল্লা-পুরুত।
ঐ ভূত তোর নামটা কি?
নাম শুনে তোর কামটা কি?
থাকি আমি শ্যাওড়া গাছে
যায় কেন সে গাছের কাছে।
মটকে দেবো ঘাড়টি তার
যায় যদি হোথা আবার।
ঝাড়ফুক আর পানিপড়া
কেয়ার করি আমি থোড়া।
নামবোনা আর ও ঘাড় থেকে
যতই আনো মোল্লা ডেকে।
হুজুর দিলো অভিশাপ
ভূতটা বলে, বাপরে বাপ!
সেই যে গেলো ও গাঁও ছেড়ে
আর আসেনি সেথায় তেড়ে।
Subscribe
Login
0 Comments
Oldest