জগৎ সংসার
জগৎ সংসার
হাকিকুর রহমান
হায়রে!
এই জগৎ সংসারে-
বুঝিনা
কেই বা কাহারে সংহারে।
সকলিই যেন
হিত-প্রীত-ব্যাপ্তির পরাকাষ্টা
মনে হয়
লুব্ধ-ক্রুদ্ধ-রুদ্রের শেষ আশটা।
তাইতো
জ্ঞান-ধ্যান-অর্জনের অবশেষে
রইলাম
জীর্ণ-শীর্ণ-ক্লান্তির পরিবেশে।
অতঃপর
ভাবিয়া উদ্ধারিত হইবার প্রচেষ্টা
তবু কেনো
পিপাসিত জীবনে বাড়িলো যে তেষ্টা।
Subscribe
Login
0 Comments
Oldest