জন্মের পর, শেখেনি যে সহবৎ।
সভ্যতা যতদিন,
ছুটেছিল, আমাদের পিছনে,
আমরা বেশ ছিলাম,
সৃষ্টি করতে, করতে।
যেইদিন,
হানা দিলাম সভ্যতার পিছনে,
আমরা সব ভুলে গিয়ে,
ঠেলে দিলাম, গ্রিন হাউস এফেক্ট – এর দিকে।
এখন নিত্য,
ওজন স্তরে আঘাত,
ক্রমশঃ সভ্যতা প্রায়,
সলিল সমাধি,সমুদ্র পৃষ্ঠের উচ্চতায়।
কার্বন-ডাই-অক্সাইড দিয়ে,
সভ্যতার মুখ দিয়েছি ঢেকে,
জোর করে শিখিয়েছি সহবৎ,
অন্দরে তার প্রবেশ নিষেধ।
সভ্যতা বর্তমানে,
রাত-বিরেতে,
এখানে, ওখানে কাতরায়,
আমরা কিন্তু নিয়ম মাফিক উচ্চতায়।
মাঝে, মাঝে,
কার্বন-ডাই-অক্সাইড, কতটা কমানো যায়,
গুটিকয় দিগগজের মন্ত্রনাসভায়,
উচ্চতার মুখোস খুলে যাতে না যায়।
তারপর,
বিলকুল সব ভুলে গিয়েয়ে,
দূষণ নামক বস্তুটি, কি করে লুকানো যায়,
তকমা দেওয়া সভ্যতার বাহানায়।
পেট্রোল পুড়িয়ে,
এইমাত্র যে চার-চাকা প্রচন্ড গতিতে,
মুহূর্তে, চাপা পড়ে কাতরায়,
জন্মের পর, শেখেনি যে সহবৎ!