স্বপ্নগুলো তোমারই জন্য তুলে রাখলাম

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

স্বপ্ন
না হয়
তুলেই রাখলাম যতনে
আমি কিভাবে থাকি বলো?
মনের দুয়ারে যে প্রদীপের আলো;
কিভাবে নিভাই বলো প্রেমালো নিশির শয়নে?

এভাবে
যেওনা চলে
ব্যথা দিয়ে মনে
ভাসিয়ো না দুঃখের নাও,
তুমি একবার এসে দেখে যাও;
তোমারই বিরহে কতোটা কষ্টে আছি ভুবনে।

তুমি
নেই বলে
অহর্নিশি অন্তর দহনে
এভাবে মানুষ কতদিন বাঁচে?
ভাঙা হৃদয়ে বিমূর্ত কষ্টেরা নাচে;
একটুও মায়া হয় না তোমার পরাণে!

স্বপ্নগুলো
তুলেই রাখলাম
যতনে হৃদয়ের গহনে
যদি কখনো একা লাগে,
চলে এসো তুমি নিবিড় অনুরাগে;
তোমারই প্রতীক্ষায় পথ চেয়ে আছি দুনয়নে।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে