জাগো জাগাও
মোদের স্রষ্টা আজ মর্তলোকের দুঃশাসনে
প্রশাসনের শৃঙ্খলে বন্দি,
আড়াল থেকে মুখোশধারীরা কলকাঠি নেড়ে
করছে শুধু ফন্দি,
আম জনতা ওদের রোষানলে পড়ে আজ
একে অন্যের প্রতিদ্বন্দ্বী,
এই রুগ্ ণ সমাজের শিকল ভেঙে কবে হবে
ভদ্দর লোকের সন্ধি ?
ওহে নির্বোধ জনতা তোমাদের স্রষ্টা আজ
ওদের কারাগারে বন্দি,
বিষের জ্বালায় মুখ বুজে আর কতো কাল
রইবে অসার প্রতিবন্ধী,
একটি বার বের করে আনো সেই মহাপ্রাণ
যে হবে ওদের প্রতিদ্বন্দ্বী,
সেই মহা মানবই সবার তরে বিলিয়ে দিবে
লাল-সবুজের সুগন্ধি।
ওহে সুশীল কৃষক শ্রমিক যুবক তরুণ ছাত্র
ওহে স্রষ্টার নন্দী,
আর একটি বার জেগে উঠে ধ্বংস করো
ওদের সকল ফন্দি,
ওরা কখনোই শুনবে না তোমাদের কোন
কষ্টের জবানবন্দি,
জাগরণে তাই নিজে জাগো অপরকে জাগাও
হও ত্যাগী নেতার নন্দী।