জীবন যতদূর
জীবন যতদূর
আমি তাঁর চেয়েও বহু দূর
জানিনা কেনো বলতে পারছিনা তাঁকে
সেই কথাটি আজও
তবুও অনেক সময় ভাবি আজই বলে ফেলি
তবুও বলতে পারছিনা তাঁকে মনের গভীরে প্রবেশ করে
একটি নির্দিষ্ট বরাদ্দ কারণে এগোতে দিচ্ছেনা আমাকে
তাঁর সীমানা যেন কাঁটা তারের বেড়া
এপার ওপার দেখা গেলেও ইচ্ছে করলেই তো আর ওপারে যাওয়া যায় না
কেননা বিনা অনুমতিতে সেখানে গেলে কিছু যেমন ক্ষতি হতে পারে ঠিক তেমনি কিছু।
তবুও খুব বেশি মনে পড়ে তাঁকে
এই সন্ধ্যারাতের শ্রাবণের প্রহরে
কত কথায় মনে আসছে তবুও বলতে পারছিনা কোন মতেই তাঁকে
এ খুবই নিদারুণ নিম্নচাপের ভালোবাসার বৃষ্টির কাহিনী কিভাবে বলি তাঁকে !
চোখের পাতা একটি নির্দিষ্ট নীল গোলাপের পাপড়ি ঝরিয়ে দিল
পদ্মপাতার জল খুঁজে পেলাম আমি তাঁর চোখের লুকানো অশ্রুধারায়।।