জীবন যুদ্ধ
জীবন যুদ্ধ
-ভাস্কর পাল
জীবন তো এক যুদ্ধ মঞ্চ
লড়াই চলছে ধেয়ে,
কোথাও হচ্ছে সময় স্তব্ধ
সুপ্ত গল্পে যাচ্ছে ভরে।
ঘূর্ণিপাতে ঝড় উঠেছে
কোথাও চলছে বিপর্যয়।
প্রকৃতির এ লীলা খেলা
জীবন মাঝে বয়ে যায়।
বাটি হাতে পথের ধারে
নেমেছে কত শিশু সকল,
জীবন যুদ্ধে নেমে পড়েছে
দু-বেলা খাবারের জন্য।
বিশ্ব মাঝে চলছে যে এক
টানপীড়নের লড়াই-
জীবন যুদ্ধে সময়টাকে
কেমন করে হারাই।।
Subscribe
Login
0 Comments
Oldest