জীবন সৌন্দর্য
অক্ষরমালার দল নির্বাক।
তারা জানে জন্মের মূহুর্ত,
তারা জোড় বেঁধে, বেঁধে
আমাকে করেছে সবাক।
সৌন্দর্যের আড়ালে
তারা লুকিয়ে আছে বার, বার।
চেনা, অপরিচিত মুখগুলো উজ্জ্বল!
যারা চেয়েছিল আমার জন্ম হক।
আমি দেখেছি নিঃশব্দের চয়ন,
এক, এক রূপে কথার আহ্বান।
প্রতিটা অক্ষর-এ প্রাণ।
অনন্ত সূর্যসাক্ষীর দল।
বৃষ্টি ভেজা মাটি, পাখিদের চিৎকার,
মনে পড়ে যায় তোমার সকাল।
দল ভেঙে বেরিয়ে যেতেও পারে কেউ?
সাধ্য কি তার শব্দেরা সজাগ।
Subscribe
Login
0 Comments
Oldest