জীবন
আমি সত্যিই নিরাশ,
আমি হতাশায় জর্জরিত।
নিয়তির সাথে খেলতে হচ্ছে খেলা,
একি মোটি আমার কাম্য,
নাকি নিয়তির পরিহাস।
আমি যেদিকেই তাকাই,
আমার চোখের সামনে অন্ধকার।
আহা জীবন, আহা নিয়তি,
এ কেমন খেলায় জর্জরিত আমার জীবন।
আমি মেঘেদের সাথে গোপনে বলেছিলাম কথা,
মেঘও আজ কালো আমার পুরো পৃথিবী।
আমি কি সেই যে কিনা আজ নিয়তির কাছে মেনেছে পরাজয়?
আমি কি সেই যে কিনা আজ নিজের কাছে নিজেই অভিযোগের এক দারপ্রান্তে?
এ কেমন জীবন?
এই কি তবে আমার শেষ পরিণাম?
এর থেকে মৃত্যুই শ্রেয়।
Subscribe
Login
0 Comments
Oldest