জীবাশ্মের ইতিহাস
নীলাভ দৃষ্টি, উচ্ছিষ্ট মগজ, বাকরুদ্ধ ঠোঁট,
রক্তাক্ত হৃদপিণ্ড, বয়কট বধির অনুভূতি।
হতাশায় জর্জরিত, অতীতে নিমজ্জিত,
অনিমেষ অন্ধকারে বুঁদ হয়ে, দগ্ধ পরিনতি!
মৃত্তিকার অতল গহ্বরে জীবাশ্মের ইতিহাসে,
কত প্রেমিক বিদ্রুপে, প্রেমিকা রয়েছে উপহাসে।
পেশাদার প্রেমিকেরা আজ জীর্ণ-শীর্ণ দেহে,
পরে রয়েছে উন্মাদের মঞ্চে মিথ্যে মায়ার মোহে।
মলিন হচ্ছে সব স্মৃতি যত, হারাচ্ছে বিবেক-বুদ্ধি,
বিষাক্ত ডাকে সারা দিয়ে, করছে ওরা আত্মশুদ্ধি!
NUYsPoetry:
https://nuyspoetry.netlify.app/
Subscribe
Login
0 Comments
Oldest