ঝরা পাতার সাথী
সন্ধ্যেবেলায় মেঘের পাখি
চোখের আড়াল করে,
কোন শহরে জ্যোৎস্না হয়ে
রাত-দুপুরে ঝরে!
ঝরছি আমি খুব গোপনে
ঝরা পাতার সাথী,
ঝরে যাওয়া ফুল কুড়িয়ে
রাতের মালা গাঁথি।
Subscribe
Login
0 Comments
Oldest