ঝরা বকুল, তোমার জন্য
ভোরের বেলায়, ঝরা বকুল,
গল্প তোমার,আমার,
প্রতিশ্রুতি ছিল যে এক,
মনে কি পড়ে আবার।
সদ্য ফোঁটা, রাতের সখা,
সোহাগ দিয়ে গড়া,
আমার মনের ভালোবাসা,
তোমার জন্য,ভরা।
সেই সোহাগে, গরবীনি,
কি, অপরূপ তুমি,
আমি হব,তোমার সাথি,
এ’সুখ, কোথায় রাখি।
এ’সুখ, তুমি আমায় দেবে,
চোখে শোভা ভরিয়ে,
সেই আনন্দ এখনও বাজে,
সত্যি বকুল ছিলে।
রাতে ফোঁটা, ভোরের ঝরা,
মাটির উপর আলপনা,
মিষ্টি গন্ধে, আবেশ করা,
অনেকদিনের কল্পনা।
মিলাও তুমি ভোরের থেকে,
কুসুমরাঙা, আলো,
প্রভাত শেষে, রেখে গেলে,
হারিয়ে যাওয়া, প্রিয়।
রাতের শোভা, তোমায় দেখে,
ডাক দিয়েছে, নিজে,
তাইতো তুমি আমার থেকে,
থাকলে দূরে ভুলে।
সুখে থেকো, ভালো থেকো,
রাত্রি-প্রেমে সেজো,
ভোরের বেলার যে গল্প,
নাইবা হল আরো।
অনেক পরে, ঝরা বকুল,
পড়ল মনে দেখে,
ভোরের বেলার, গল্প ছিল,
যদি হত সাথে।
তবে আমার ছুটি হত,
বুকের কোনে গাঁথা,
ঝরা বকুল, তোমার জন্য,
এখনও প্রেম বাঁধা।