ঝরে পড়বে দিন রাত
জানি, অনেকদিন পর,
আজ বৃষ্টি নামবে।
মেঘে, মেঘে অভিমান,
কেমন জমা হয়েছে।
অভিমান – এর, ভারে মেঘ,
হয়না কখনও বেসামাল।
অনুরাগের ছোঁয়ায় মেঘ,
ঝরে পড়বে দিন রাত।
Subscribe
Login
0 Comments
Oldest