নয়নাভিরাম

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তোমার ঐ চোখে আমি সমুদ্র দেখেছি,

আমি দেখেছি তরাই-এর জঙ্গলের গভীরতা,

আমি দেখেছি সমুদ্রের সঙ্গম, নদীর মিলন

আরও কত কিছু…

যেদিন বৈশাখের প্রখর রোদে দুপুর বেলা

একাকী কোকিলের ডাকে, নিস্তবদ্ধতা ভাঙ্গে-

আমি সেদিনও দেখেছি, ঐ চোখে-

মুকুটমনিপুরের নীলাভ জলরাশি,

যে নীল রঙ, আমি শরতের আকাশেও দেখেছি ৷

ঐ আখিঁ, ঐ নয়ন-

আমাকে ডেকে নিয়ে যায় সেখানে,

যেখানে বাঁশিওয়ালার ডাকে,

গনেশের বামনেরা একসাথে হয় ৷

ঐ নয়ন আমাকে মনে করায়-

কবিগুরু রবীন্দ্রনাথের হেমনলিনী কে;

মনে করায়-জীবনানন্দ দাশের বনলতা সেনকে;

আমাকে মনে করায়-

শিউলি ঝরা শীতের সকাল;

প্রবল শীতে, আমাকে মনে করায়,

কাজিনের সঙ্গে শেয়ার করা গরম লেপ ৷

আমাকে মনে করায়-

ভালোলাগা থেকে ভালোবাসায় পৌছানোর অনুভূতি!

আমাকে মনে করায়-

যৌবনে, নাম না জানা মেয়েটার প্রথম স্পর্শ ৷

আমাকে মনে করায়-

আবির মাখা ঐ মেয়েটার গান-

“বসন্ত এসে গেছে…”

আমাকে মনে করায়-

রাধাচূড়া ও কৃষ্ণচূড়ার, ঝরা ফুলের

ঐ প্রশস্ত পথ ৷

আমি হারিয়ে যাই, কোন এক অচীন দেশে;

যেখানে ঐ চোখ কথাবলে, কবিতা বলে,

আমাকে ঘুম পারায়;

আমাকে, ঘুমের দেশে নিয়ে যায় ৷

…সেই আনন্দ, সেই তৃপ্তি,

আমি চেটপুটে নিয়েছি;

আমি পটল চেরা চোখ দেখিনি,

কিন্তু আমি তোমাকে দেখেছি;

আমি তোমার নয়নকে উপলব্ধি করেছি,

আমি নয়নাভিরাম হয়েছি ৷

হ্যাঁ, আমি নয়নাভিরাম হয়েছি ৷৷

0

Publication author

offline 1 year

সুজিত

2
"Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility." - William Wordsworth
Comments: 10Publics: 42Registration: 14-08-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে