ডাকচিঠি-৩০
আজীবন আমি জ্বলছি বলে
কিছু লিখতে শিখলাম
অনেক কিছু যা বলার নয়
অজস্র জন্ম ধরে আমি পথ হাঁটছি পৃথিবীর পথে।
মানুষের জন্য দুঃখ করতে হলে
অনেক আগেই দুঃখে মারা যেতাম —
আজীবন আমি জ্বলছি বলে
কিছু বলতে শিখলাম
সমস্ত পৃথিবীই যেন ঘুণ ধরা
আমি মৌমাছিদের বারণ করলাম ফিরে আসতে
তারা ফিরে আসলো ব্যর্থতা নিয়ে।
আমি পাখিদের বারণ করলাম গান গাইতে
তারা গান থামিয়ে দিলো —
অজস্র জন্ম ধরে এভাবেই এগিয়ে যাচ্ছি
ধ্রুবতারার হৃদয় নুয়ে
জীবনের কক্ষপথ পরিবর্তন করলাম।
Subscribe
Login
0 Comments
Oldest