ডাকচিঠি-৫৫
জানি না কার হৃদয়ে কে থাকে
তবুও লিখছি নবদিগন্তের জীবন ধার করে –
খুব অদ্ভুত নিদারুণ সংকটজনক অভিমানে
কিছুটা সংক্ষেপে।
একটি বালিকার মত হৃদয়ের গভীরে
রোদ্দুর বেশান্ত অগ্নিশীল প্রলয়ের শিখাতে ।
হাজারো ফুলের ভিতর থেকে একশো বছর বাঁচার আয়ু থেকে মাএ একটি দিন
যেসব কবিতা এখন আকাশ ছুঁয়েছে তাদের জীবন প্রণালীতে পরিবর্তন এনে হাতের আঙ্গুলে জীবন ধারণ করি।
দেখলাম একটি প্রজাপতির জীবন রং পরিবর্তন করলো অনাদি বছর পর
মাইলের পর মাইল দূরে আমার ভালোলাগা প্রিয়।
নদীর উচ্চ গতি বার্ষিক পরিবর্তন নীলাভ বেদনায় হাহাকার হৃদয়ে বিষ বাষ্প জাগে
কতটা পরিবর্তন হয়ে গেলে ফিরে পাওয়া যায় আমাকে
যেমনটা পরিবর্তন হয়েছি আমি ঠিক তেমনটা পরিবর্তন হয়নি তো এই পৃথিবীর কিছু
শুধুমাত্র গাছেদের কিছু শুকনো পাতা ঝরে গেল আমার হৃদয়ে।।**