তবে আর কেন, মরার চিন্তা করা?
জীবনে, শিশির বিন্দুর মত হালকা ওমগুলো,
আটকে থাকে, শেষপর্যন্ত।
জীবন চলে গেলেও, মনে রাখে,
ওমগুলো যে এখনও জীবিত!
যার জীবন আছে, তাকে খোঁজে,
বারে, বারে মনে করে।
মৃতদেহের ভিড়ে, ঢাকা পড়তে, পড়তে,
যে প্রাণ ব্যালকনিতে, ঝুলে থাকে,
হালকা ওমগুলো আসে তার কাছে,
একটা দেশলাই কাঠি জ্বালে,
ফসস…………. ঐ’তো দিব্যি আছে।
ভালো থাকার, বড়িগুলো শিশিরে।
লাল, নিল, সবুজ রঙে, রঙে,
চোখে ভেসে ওঠে উপশমের ভাবনা।
প্রাণ থাকলে, অসুখও’তো বাঁধে,
তবে আর কেন, মরার চিন্তা করা?
Subscribe
Login
0 Comments
Oldest