তমালিকা – অসীম চক্রবর্ত্তী
যে বাসটা রোজই থামে আজকে যেন থামলো না
তমালিকা রোজই নামে আজকে কেন নামলো না
মুখিয়ে শুধুই বকুলতলে
রাস্তা পথের অন্তরালে
উঁকিঝুঁকির নিমজ্জনে
নির্জনতা নিয়ে প্রাণে
মিটিয়ে মোর মনের আশা মৃদুহাস্যে ডাকলো না
তমালিকা রোজই আসে আজকে কেন আসলো না।
রোদের আকাশ নরম ছোঁয়ায়
শুভ্র বকুল গন্ধ ছড়ায়
মৃদুল বাতাস বইছে ছায়ায়
আকুল মনের শূণ্য ধারায়
দিচ্ছে উঁকি আশায় ঘিরে
মনের পরে শুধুই ধিরে
আজকে আকাশ স্বচ্ছ নীলে বৃষ্টি তুফান ঝরবে না
তমালিকা রোজই আসে আজকে কেন আসবে না।
অপেক্ষমান হৃদয় চিরে
বোবা কান্নার ব্যাকুল ভিড়ে
উছলা নদীর মত্ত নাচে
মলয় বাতাস বকুল পাছে
তৃষ্ণা মনে বকুল আড়ে সেথায় পাশে বসবে না
তমালিকা রোজই আসে আজকে কেন আসবে না।
প্রতীক্ষাতে প্রতীক্ষাতে
প্রহর কাটে রক্তপাতে
বুকের পোড়ায় তৃষ্ণা বাড়ায়
মনের ভিতর সান্ধ্যরাতে
প্রতীক্ষা হয় প্রহরবিহীন
জীবন পরে সংকটে
আঁধার সাজে প্রহর মাঝে
বিষাদ সুরে উৎকটে।
পুষ্প ফুটেই ঝরিছে হঠাৎ মত্ত বকুল ছায়াতলে
শুষ্ক হৃদয় অন্ত বোধয় নির্ঘাত প্রাণ নির্জলে
আর কোনদিন হয়তো বকুল হঠাৎ রাতে ঝরবে না
তমালিকা হয়তো কোনদিন আমার নিকট আসবে না।।