তরুণ প্রেমিক
তরুণ প্রেমিক
হাকিকুর রহমান
ওহে তরুণ প্রেমিক, ভেসে চলেছোকি কোন
আলুথালু প্রেমের জোয়ারে, নিজেকে হারায়ে-
আকাশে ভেসেছিলো কিছু উদাসীন মেখ,
আর হন্যে হয়ে রঙিন প্রজাপতিগুলো
দামাল ছেলেদের সাথে কেলি করে,
যদিওবা ব্যর্থ কুয়াশায় ঘিরে রাখে মতান্তর গুলো।
রঙহীন স্বপ্নের দুয়ারে আঘাত হেনে যায়,
নিস্প্রভ আশাগুলো, আর মেঘের এলোমেলো
চুলে কে যেন অনিচ্ছার বেণী করে যায়,
না কিছু চিন্তা করে। ঝরে পড়া বকুল গুলো
মালীর মেয়েকে খোঁজে সেই কাক ভোরে-
অনেক কালের জমে থাকা আবেগের মেঘে
তোমার অপ্রত্যাশিত ভাষাগুলো ঘোরা ঘুরি করে
ক্লান্ত হয়। তুমি কি জানো, তোমার এই দিশাহীন প্রেম
যাবে কি হারায়ে, কোন সে অনিচ্ছার ইশারায়।