তুই যদি
তুই যদি হোস অজানা ভোর,
আমি তবে হবো স্বপ্নে বিভোর।
তুই যদি হোস আবছা আলো,
আমি তবে হবো আঁধার কালো।
তুই যদি হোস মুক্ত আকাশ,
আমি তবে হবো শীতল বাতাস।
তুই যদি হোস রামধনু রঙ,
আমি তবে হবো ফ্যাকাসে জীবন।
তুই যদি হোস বাঁচার ওষুধ,
আমি তবে হবো জীর্ণ অসুখ।
তুই যদি হোস চাঁদের আলোয় শান্ত এক রাত,
আমি তবে খুঁজে পাবো স্বপ্ন দেখার অজুহাত।
তুই যদি হোস ঘাসের আগায় ভোরের শিশির কণা,
আমি তবে খুঁজে পাবো ভালোবাসার প্রেরণা।
তুই যদি হোস সাঁঝ আকাশের ঐ ধুব্রতারা,
আমি তবে হবো তোর জন্য দিশেহারা।
তুই যদি হোস মেঘলা বৃষ্টির দিন,
আমি তবে সে বৃষ্টিতে ভিজবো সারাদিন।
Subscribe
Login
0 Comments
Oldest