তুমি আমার বন্ধু হবে বলো?

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমি আমার বন্ধু হবে বলো?

– নির্মল চক্রবর্তী

 

মেঘ বললো আমার সঙ্গে যাবে?

ঐ যে দূরে নীল পাহাড়ের গাঁয় |

ভ্রমর যেথায় খেলে ফুলের সনে

গুনগুনিয়ে গান শুনিয়ে যায় |

নীল পাহাড়ের সবুজ সীমা ঘেঁষে |

সেথায় আমার ছোট্ট একটা বাড়ি |

দুজন মিলে খেলবো আঙিনাতে

আমার সঙ্গে যাবে বন্ধু, যাবে?

 

আমি বললাম –

তোমার সাথে রংধনু মেঘ মেখে,

খেলতে আমার অনেক দিনের শখ |

কিন্তু তুমি একটু সবুর করো –

ইচ্ছে তোমায় সাজাই মনের মতো |

মেলার থেকে আনবো কিনে – বেলোয়ারী চুরি,

কাঁচপোকা টিপ্, আলতা, নুপুর –

মিহিন সুতোয়, হাতে বোনা, টাঙ্গাইল তাঁতের শাড়ী |

 

মেঘ বললো, আমার কি আর সাজার সময় আছে?

যেতে হবে অনেক দূরের পথ |

রাঙিয়ে দিতে তোমার ভুবন, দূরে থেকে আরো অনেক দূরে,

পৃথিবীটার আকাশ জুড়ে রঙিন মেঘের রথ |

আমার কি আর সাজার সময় আছে?

যেতে হয়তো আমার সাথে চলো |

 

বলতে বলতে মেঘ চলে যায়, দূরে থেকে দূরে |

একা আমি বসে পথের ধারে, বন্ধু খুঁজি –

একা আমার স্বপ্ন ডানায় ভর |

তোমরা আমার বন্ধু হবে বলো?

বন্ধু হলে, পৃথিবীটা, সাজাই দুজন মিলে |

রংধনু মেঘ সাথেই আছে |

সারাটা দিন কাটাই শুধু খেলে |

 

সিডনি, ১৭/০৬/২০২০

0

Publication author

offline 4 years

Nirmal

0
I am Nirmal Chakraborty from Bangladesh currently living in Australia. I love writing writing poetry, drama.
Comments: 0Publics: 3Registration: 15-10-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।