তুমি আসবে বলে (১ম পর্ব)
সকাল সকাল স্নান করে, বেঁধে ছিলাম খোপা,
চোখের তলায় কাজল, আর একটা ছোট্ট টিপ;
কাঁচা হলুদ রঙের সিম্ফনি শাড়ি আর পায়ে সোনার নূপুর,
যেন বৃষ্টি ভেজা কাঁঠাল চাপা;
হৃদির ছটফটানিতে, শুধুই ঘর আর বারান্দা;
নয়তো জানালার গ্রিল ধরে, অদূরে চেয়ে থাকা ।
উঠোনের সজনে গাছে, জোড়া মৌটুসি একনাগাড়ে ডাকছে;
আর নিচে টগর ফুলগুলো, যেন ভরাযৌবনের দোহারা বুক;
খুব হিংসে হয় ওদের দেখলে,
আমিওতো একটা টগর, বসে আছি সেই গন্ডোয়ানা কাল থেকে;
তুমি আসবে বলে…
Subscribe
Login
2 Comments
Oldest