তুমি বিহীন
তুমি বিহীন
– রুদ্র কাওসার
তুমি বিহীন এই জীবনে,
বসন্ত আসেনা হৃদয় নগরে,
ফোটেনা শিমূল পলাশ কৃষ্ণচূড়া!
তুমি বিহীন এই সাগর,
জোয়ারের মুখ দেখেনি আজও!
তুমি বিহীন ওই আকাশের চাঁদ,
নিঃসঙ্গতায় ডুকরে কেঁদে ওঠে,
তুমি বিহীন তব্ধ ভালোবাসা,
প্রেমের কম্পনে কেঁপে উঠে বার বার!
তুমি বিহীন কামনার চোখে,
ঝরে পড়ে আগুনের বৃষ্টি!
তুমি বিহীন এই হিমালয়ে,
ঝরে না কোন নির্ঝরের ধারা!
তুমি বিহীন আলোহীন এ জীবন,
অজানায় হারিয়ে গেছে পথিক,
স্বপ্ন রথের সারথি’র খোঁজে,
পথ চলি জীবনের প্রত্যাশায়!
Subscribe
Login
0 Comments
Oldest