তোমাকে দিলাম বৃষ্টি
আকাশ জুড়ে, কালো মেঘ এল,
মালতি, অভিমানখানি ভোলো।
সেজেছে তারা, থরে, থরে কেমন,
এবারে’তো চোখ তোলো।
কি করে আমি বেঁধে রেখেছি,
জানলে’না তা আর তুমি,
কালো মেঘ এলে, তবে’তো আমি,
বৃষ্টির কথা ভাবি।
বৃষ্টির সাথে, ভিজেছি কত!
প্রথম যেদিন সাথে,
সেদিনের কথা, মনে পড়ে যায়,
কালো মেঘ কাছে এলে।
প্রথম-এর-দিন, ভুলে গেছো তুমি,
সলজ্জ ভেজা পাপড়ি।
মেঘের মতই, এসেছি আমি,
থাকোনি’তো দূরে তুমি!
কাকে আর বলো, আপন করে?
কি রংয়ে, সেজেছো তুমি!
স্থির থাকিনি, আসাযাওয়া পথে,
তোমাকে দিলাম বৃষ্টি।
Subscribe
Login
0 Comments
Oldest