তোমাকে নিয়ে
আমার এই মৃত্যুর শহরে
তোমাকে নিয়ে যতবার ভাবি
ঠিক ততবার আমি মৃত্যুর মুখোমুখি।
তোমাকে নিয়ে এ পৃথিবীর যত পথচলা
ঠিক তার চেয়ে ঢের বেশি অনুভবে মরা।
আমার তারা ভরা আকাশে
মনের সীমানায় প্রেমের চিঠি লিখা।
এখানে মনে যতবার ভাবি আমি
ঠিক ততবার তোমারই প্রেমে পরি।
লাল গোলাপের ফুলদানি সাজিয়ে
পৃথিবীর চারিদিকে অনন্তবাতি জ্বালি।
Subscribe
Login
0 Comments
Oldest