তোমায় পড়ছে মনে
চাঁপার গন্ধে, মাতায় আমায়,
চাঁদের জ্যোৎস্না ঝরে।
যাও’না দেখে ও’গো মোহন,
দেরী কেন তবে?
এই রাত্রি’র চলে যাবে,
আসবে না’যে তুমি,
বৃথাই আমার চাঁপার গন্ধে,
এ যৌবনকে ঢাকি।
ঐ আকাশে আছো কি তুমি?
লুকিয়ে আমায় দেখো।
তবে কেন আকাশখানি,
কালো রং-এ, ঢাকো!
তোমার জন্যে সাজা আমার,
তোমায় দেখার তরে,
বারে, বারে মুখ চলে যায়,
আয়না দেখার ছলে।
ওগো মোহন, কি জানি কি,
আমার মুখের প’রে,
তোমার দৃষ্টি, পড়ছে নাকি,
তারই, আভা লাগে।
ক্ষণিক ছোঁয়ায়, সুখে আসে,
দীর্ঘ প্রতীক্ষা।
ও’গো রূপময় জানবে কবে?
আমার ভালোবাসা।
রাত চলে যায় ধীরে, ধীরে,
একলা চাঁদের কাছে,
তারও কত সময় আছে,
প্রিয়ার কাছে যাবে।
আমার মুখের ছায়া ঢাকুক,
তোমার চোখের আগে।
দু’চোখ তোমার অন্ধ থাকুক,
রাধার জন্যে তবে।
ওগো চাঁদ, জ্যোৎস্নাটুকু,
তাঁরই উপর ঢালো।
সেই আলোতে দেখবে শুধু,
রাধাকে ছাড়া, নয়তো।
ও’গো বাতাস, যাও নিয়ে যাও,
চাঁপার গন্ধ বয়ে,
জানবে মোহন, তোমার জন্য,
মিলনক্ষন বৃথা যায় যে!
ব্যাথার সুধা গন্ধে জড়াও,
বাতাস চাঁপার সাথে,
বুঝবে মোহন, রাধার’তো,
কত প্রেম যায় ঝরে।
চাঁপার গন্ধে কাঁদায় আমায়,
রাত্রি গেল চলে।
মিছে আমার সকাল হারায়,
তোমায় পড়ছে মনে।