তোমার জন্য ভালোবাসা
নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি
স্বপ্নে তুমি বাস্তবে তুমি
সূর্য ওঠায় তুমি সূর্য ডোবায় তুমি
জীবনে তুমি মরণে তুমি
দিনে তুমি রাতে তুমি
সুখে তুমি দুঃখে তুমি
আলোতে তুমি আন্ধারে তুমি
চন্দ্রে তুমি তারায় তুমি
পৃথিবী তোমার আমার
ফুল ফোটা ফাগুনে তুমি
চৈত্র এ উষ্ণ গরমে
শীতল বাতাসে তুমি।
অজানা কে জানাতে তুমি
মরুভূমির বৃষ্টি দিনে তুমি
আকাশের মেঘে তুমি
নীল সমুদ্রের ঢেউ-এ তুমি
পৃথিবী তোমার আমার
এক বুক রাঙানো রঙিন স্বপ্নে তুমি
হারানো থেকে জীবন খোঁজায় তুমি
বসন্তের পাখির গানে তুমি
শীতে মোড়া গরম চাদরে তুমি
তোমার জন্য শত শত ভালোবাসা।।
০৮/০৫/২০২০
Subscribe
Login
0 Comments
Oldest