তোমার ভিতর যতবার গেছি
অঞ্জন ঘোষ রায় এর কবিতা
তোমার ভিতর যতবার গেছি
একটা আফসোস ফেলে এসেছি
তোমাকে পাইনি বলে।
যতবার ঘাড় ঘুরিয়ে দেখেছি,
রাস্তাটা আগের মতোন নেই,
কেমন ফাঁপা দেওয়ালের মতোন নিরেট,
মন খারাপ হয়ে যায়।
এই অসুখ চুমু তে সেরে যায়?
বাদুড়ের রাত ঝড় নিয়ে এলে,
গাছের পাতারা ঠিক
যেমন ভাবে চুমু খায়!
তোমার ভিতর
আমার কাব্যগ্রন্থের প্রথম পাতাটা ফেলে এসেছি,
উৎসর্গ করেছিলাম কাকে, সেটা ভাবতে বসলে
মৃত্যুকাল কাছে এসে যেতে পারে।
মৃত্যু কে আমি ভয় পাই,নিবিড় ভাবে
কারণ
তার চেয়ে পবিত্র বিশ্বাস
আর কারো প্রতি আসে না,
এমনকি তোমার প্রতিও না..
@ অঞ্জন ঘোষ রায়
Subscribe
Login
0 Comments
Oldest