ত্রাস
চারিদিকে রোদ্দুর, তবু যেন অন্ধকার,
সবাই খোলা মনে, তবু মোর বন্ধ দ্বার ।
আকাশে শুভ্র মেঘ, আনন্দে উত্তাল,
বন্ধি দশায় আমি, চারিদিকে জাল ।
নদীর জলেতে মাছ ভয়ে ভয়ে চলে,
বিষাক্ত জল ঢুকে যদি মেরে ফেলে ।
জীবনও আমার আজ করে হাঁসফাঁস,
আমাকে ঘিরে ফেলে দূষিত বাতাস,
বিষধর সাপ হয়তো মেলা শক্ত,
তবে দূষিত পরিবেশ আর বেশি বিষাক্ত ।
হয়তো এক ছোবলে করবে না ধ্বংস,
ধীরেধীরে পঙ্গু করছে মানবের বংশ ।
মহুয়ার নেশাতে মেতে চাই না নাচতে,
শুধু চাই এই দেহমন, সুস্থতায় বাঁচতে ।
ভ্রমরের সাথে আর গায় না গান,
কেন যেন গান আজ ভরায় না প্রাণ ।
রাজনীতি, অর্থনীতি আর কত নীতি,
নিত্য নিত্য ভুলি সব, শুন্য স্মৃতি ।
চারিদিকে গাছেরা ক্রমেই সঙ্গীহারা,
আকাশ থেকে যেন ঝরছে তারা ।
বিষাক্ত পরিবেশে মানুষও বিসাক্ত,
ফলতঃ সন্ত্রাস আজ, চারিদিক রক্তাক্ত ।।