দশটি কথা
ভয়কে যত করবে ভয়
ততই পড়বে মুষড়ে।
মিথ্যাকে যত ভালোবাসবে
জেনো অন্তিমে স্থান পাবে নরকে।
সত্যকে চাপা দিয়ো না।
সত্যকে ঢাকা দিলে নিজেই
ক্রমশ এগোবে ধ্বংসের পথে।
অন্যায়কে যত প্রশ্রয় দেবে
তোমার অজান্তেই তুমি এগিয়ে চলবে পাপের আধারের দিকে।
হিংসাকে ভুলে যাও।
ওটাকে যত আগলে রাখবে
জেনো তোমার অন্তরের সুন্দর ভুবনটা ততই ক্ষয় হবে।
অহংকারের সাথে যদি বন্ধুত্ব করো
জেনো সে বন্ধুই একদিন তোমার সকল পতনের মূলে থাকবে।
কাউকে আঘাত দিলে
মনে রেখো সে আঘাতের শতগুণ আঘাত দেবেন সেই ‘তিনি’ নিজে।
অপমানকে যত মেনে নেবে
ততই প্রতিবাদের ভাষা হারাবে নিজের মুখ থেকে।
সকলের প্রতি ভক্তি, প্রেম না থাকলে
ঈশ্বরের আরাধনা করবে কীভাবে?
সকল মানুষের থাকে দুটি হৃদয়
একটির নাম ‘ভালো’ অন্যটির নাম ‘মন্দ’।
নিজের মনকে রাখো ‘ভালো’র দিকে।
যদি ‘মন্দ’কে বেছে নাও জেনে নিও একদিন ঠিকই
তোমার অন্তরাত্মা তোমাকে কঠোর সাজা দেবে।
—– অর্ঘ্যদীপ চক্রবর্তী
রাত ৮টা,১৮ই এপ্রিল,২০২৩, বারুইপুর