দস্যু ছেলের কথা
যতই বলুক মোটের পরে দস্যু ছেলে আমি
ভিতর গাঁয়ের রূপকথা যে শুধুই আমি জানি
নিশীথ শেষের আঁধার মাঝে যেতাম যদি থামি
জানতেম তবে কেমনে, সে যে অতুল দামি ।
নানা রঙের পথটি বেঁয়ে সেথা যবে যাই
পথ পাশের আশমানী ফুল লয় আমায় টানি
বর্ষ মাঝে বর্ষ শেষে সেথা আদরটুকু একই
যেথা স্নেহভরে বুকে টেনে একে অপরকে বলে ভাই ।
সে যে সবুজ ঘেরা গাঁ, ফুলে ফলে ভরা অশেষ
শ্যামল সষ্য, সোনালী ধানক্ষেত, দামি ও মাণি
গোরা ক্ষেত হতে বাড়ি ফেরে, অক্লান্ত অক্লেশ
দিবাকর নিশাকর তলে এ গাঁ যে সুন্দর বেশ ।
Subscribe
Login
0 Comments
Oldest